শান্তিপুর এলাকা থেকে তরিকুল ইসলাম (৩৫) নামের এক ওষুধ কোম্পানির প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় স্থানীয়দের খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ উক্ত ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে।
মৃত তরিকুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তবাড়ি গ্রামের দুলাল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাণীশংকৈল উপজেলায় ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানিতে এস আর (সেলস রিপ্রেজেন্টেটিভ) পদে কর্মরত ছিলেন। স্ত্রী-সন্তান নিয়ে পৌর শহরের শান্তিপুর মহল্লায় শহীদুল ইসলামের ভাড়া বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। বাড়ির একটি ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, স্ত্রীর সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর আগে তিনি একটি হস্তলিখিত চিঠিতে অভিমান ও মানসিক অস্থিরতার কথা উল্লেখ করেন। তবে চিঠিতে কোনো সুস্পষ্ট কারণ পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চরম শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, প্রতিবেশী ও এলাকার সাধারণ মানুষ ঘটনাটি মেনে নিতে পারছেন না। তরিকুল শান্তস্বভাব ও মিশুক চরিত্রের মানুষ বলে জানায় স্থানীয়রা।
এ বিষয়ে রাণীশংকৈল থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম বলেন,
> “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
তিনি আরও বলেন, এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
মানসিক যন্ত্রণা, পারিবারিক অশান্তি ও ব্যক্তিগত বিষণ্নতা থেকে আত্মহত্যার ঘটনা দিন দিন বেড়ে চলেছে বলে অভিমত স্থানীয় সচেতন মহলের।